এবার উড়োজাহাজের চেয়েও উচুতে উড়বে ড্রোন

এবার উড়োজাহাজের চেয়েও উচুতে উড়বে ড্রোন

অনলাইন ডেস্কঃ নিজেদের সামরিক শক্তিকে আরও বৃদ্ধি করতে এবার গোয়েন্দা নজরদারির ওপর জোড় দিয়েছে ভারত। আর সে লক্ষ্যেই একাধিক উন্নত প্রযুক্তির ড্রোন কিনছে দেশটি। এর ফলে ভারতের সামরিক অভিযান চালাতেও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, মোট ১২০টি ড্রোন কেনার ব্যবস্থা করছে কেন্দ্র।

জানা গেছে, এই ধরনের ড্রোনগুলো ৬০,০০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম। টানা ৩০ ঘণ্টা আকাশে উড়তে পারবে এগুলো। বর্তমানে ভারতীয় সেনার কাছে রয়েছে হেরনের মিডিয়াম-অল্টিটিউড ড্রোন। এছাড়া রয়েছে অপেক্ষাকৃত ছোট মার্ক ২ ড্রোন। দুটিই ইজরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে। হেরন ড্রোনগুলো ৩৫,০০০ ফুট উচ্চতায় উড়তে পারে, আকাশে থাকতে পারে ৪৫ ঘণ্টা। আর সার্ক ২ ড্রোন ১৫,০০০ ফুট উচ্চতায় যেতে পারে, ওড়ার ক্ষমতা থাকে ২০ ঘণ্টা।

এ ব্যাপারে লেফট্যানেন্ট জেনারেল সুব্রত সাহা বলেন, ‘যত বেশি উঁচুতে উঠবে, ততদূর দেখা যাবে।’ নতুন এই ড্রোনে অনেক দামি ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

এছাড়া, নরেন্দ্র মোদির মার্কিন সফরেই চূড়ান্ত হয়েছে ড্রোন সরবরাহের চুক্তি। ভারতকে ২২টি গার্ডিয়ান ড্রোন দেওয়ার ক্লিনচিট দিয়েছে যুক্তরাষ্ট্র। মোট ২০০-৩০০ কোটি ডলারের চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে।

Post a Comment

Previous Post Next Post