অনলাইন ডেস্কঃ
ক্ষণ গণনা শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপের। কয়টা দিন পরই শুরু হবে বিগ শো অন
দ্যা আর্থ নামে পরিচিত ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৮। আর এই আসরকে নিয়ে
ভবিষ্যৎবাণী করেছেন ব্রাজিল দলের প্রাণ ভোমরা নেইমার জুনিয়র। তার মতে এই
আসরে চমক দেখাতে পারে একটি দলেই। যেই দলকে নিয়ে হচ্ছে না এতোটা সমালোচনা।
এই প্রসঙ্গে নেইমার জুনিয়র বলেন, আমার মতে, সব সময়ের মতো সেরা-পরিচিত দলগুলোই ফেভারিট। তাদের মধ্যে আছে ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনা। যে কোনো চ্যাম্পিয়নশিপেই এই দলগুলো সবার নজরে থাকে।
নেইমার আরও বলেন, আর চমক হিসেবে আমার মনে হয়, বেলজিয়ামের দারুণ এক দল আছে এবং বিশ্বকাপে তারা চমক হতে পারে। সালাহ দারুণ একজন খেলোয়াড় যে বিশ্বকাপে পার্থক্য গড়ে দিতে পারে। আমার মতে এবারের বিশ্বকাপে কালো ঘোড়া হিসেবে থাকবে বেলজিয়ামের নাম।
এই প্রসঙ্গে নেইমার জুনিয়র বলেন, আমার মতে, সব সময়ের মতো সেরা-পরিচিত দলগুলোই ফেভারিট। তাদের মধ্যে আছে ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনা। যে কোনো চ্যাম্পিয়নশিপেই এই দলগুলো সবার নজরে থাকে।
নেইমার আরও বলেন, আর চমক হিসেবে আমার মনে হয়, বেলজিয়ামের দারুণ এক দল আছে এবং বিশ্বকাপে তারা চমক হতে পারে। সালাহ দারুণ একজন খেলোয়াড় যে বিশ্বকাপে পার্থক্য গড়ে দিতে পারে। আমার মতে এবারের বিশ্বকাপে কালো ঘোড়া হিসেবে থাকবে বেলজিয়ামের নাম।