ফুটবলার থেকে প্রেসিডেন্ট

ফুটবলার থেকে প্রেসিডেন্ট

অনলাইন ডেস্কঃ একটা সময়ে ফুটবল মাঠ মাতিয়ে মানুষের মন জয় করেছিলেন। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর জর্জ উইয়াহ জড়িয়ে যান রাজনীতিতে। লাইবেরিয়ার সাবেক এই তারকা ফুটবলার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। ৬১.৫% ভোট পেয়ে মূল প্রতিদ্বন্দ্বি জোসেফ বোয়াকাইকে পেছনে ফেলেছেন উইয়াহ। দীর্ঘ ১২ বছর লাইবেরিয়ার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন বোয়াকাই।

লাইবেরিয়ার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, বোয়াকাই পেয়েছেন ৩৮.৫% ভোট। আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই বিজয়োল্লাসে মেতেছেন উইয়াহ’র লাখো সমর্থক।

উইয়াহ একসময়ে ফিফার বর্ষসেরা ফুটবলারও ছিলেন। ফুটবল থেকে অবসরে যাওয়ার পর ২০০২ সালে রাজনীতিতে পা রাখেন তিনি। ছিলেন সিনেটর। গেল অক্টোবরে নির্বাচনে প্রথম দফা ভোট গ্রহণেও এগিয়ে ছিলেন সাবেক এই ফুটবলার।

Post a Comment

Previous Post Next Post