স্পোর্টস ডেস্কঃ টেস্ট অভিষেক ব্যাট ও বল হাতে অসাধারণ সব রেকর্ড গড়ে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন অনেক বিশ্বখ্যাত ক্রিকেটার। এমন কিছু ক্রিকেটার রয়েছেন যারা কিছু না করেও ইতিহাসের অংশ হয়ে গেছেন।
আরও নির্দিষ্ট করে বললে তারা লজ্জার রেকর্ড গড়েছেন। শুক্রবার এমনই এক আজব ঘটনার সাক্ষী থাকল ওয়েলিংটনের বেসিন রিজার্ভ।
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে অভিষেকে ০ রানে 'হিট-উইকেট' হয়ে ইতিহাসে নাম তুললেন ক্যারিবায়ান ব্যাটসম্যান সুনীল অ্যাম্বরিস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে ১০ জন ব্যাটসম্যান অভিষেকে হিট-উইকেট হলেও অ্যাম্বরিসই হলেন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি অভিষেক টেস্টে ০ রানে হিট-উইকেট হয়ে 'রেকর্ড' গড়লেন।
ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে গতির ঝড় তুলে ৭ উইকেট দখল করেন কিউই পেসার নিল ওয়াগনার। তার বোলিং দাপটে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। অ্যাম্বরিস ছাড়াও আরও দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যান এদিন শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেন।
কয়েকদিন আগেই নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৪৫ বলে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে শুক্রবার টেস্ট ক্যাপ পরার সুযোগ পান ২৪ বছর বয়সী এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। কিন্তু অভিষেকটা যে এমন লজ্জাজনক হবে সেটা কি দুঃস্বপ্নেও কখনো দেখেছিলেন অ্যাম্বরিস ?