আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৬ বেসামরিক লোক নিহত

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৬ বেসামরিক লোক নিহত

অনলাইন ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে গোয়েন্দা সংস্থা পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রের কাছে আত্মঘাতী হামলায় ছয় বেসামরিক লোক নিহত হয়েছে। সোমবার কর্মীরা তাদের অফিসে পৌঁছালে হামলাকারী পায়ে হেঁটে এ হামলা চালায়। জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।

কাবুলে ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস)-এর একটি প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গিদের হামলার এক সপ্তাহ পর সর্বশেষ হামলার ঘটনাটি ঘটল।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, হামলাকারী একটি গাড়ির কাছে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে ছয় বেসামরিক লোক নিহত হয়।
ঘটনাস্থলে উপস্থিত এএফপি’র এক সাংবাদিক বলেন, এনডিএস কম্পাউন্ডের বাইরে প্রধান প্রবেশপথের কাছে এ হামলা চালানো হয়।

আইএস-এর মুখপাত্র আমাকের বরাত দিয়ে জিহাদি সংগঠনটি জানিয়েছে, ‘কাবুলে ন্যাশনাল ডাইরেক্টোরেট অব সিকিউরিটি’র একটি ঘাঁটিতে শহীদ হওয়ার লক্ষ্য নিয়ে এ হামলা চালানো হয়েছে।’

Post a Comment

Previous Post Next Post