বিয়ানীবাজার প্রতিনিধি : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা দেশের উন্নয়নের কথা চিন্তা করেন। গণমাধ্যম দেশের সকল উন্নয়নের সহযাত্রী। তিনি বলেন, মফস্বল সাংবাদিকরা অনেক কষ্ট করে সমাজের সকল অনাচার, অনিয়ম, উন্নয়ন এবং অবহেলিত জনপদের কথা তুলে ধরেন। এটা সামাজিক দায়বোধ। এ দায়বোধ যদি সকল শ্রেণী পেশার মানুষের থাকতো তাহলে বাংলাদেশ আরো অনেক এগিয়ে যেত। তিনি প্রেসক্লাবকে সকল সাংবাদিক সংগঠনের ‘ছাতা’ হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সমাজ উপকৃত হয়। ঐক্যবদ্ধ লিখনী দেশকে এগিয়ে নিয়ে যায়। তিনি আরো বলেন, আমরা ভিন্ন অবস্থান থেকে দেশের ও এলাকার উন্নয়নের কথা চিন্তা করি। সকলে মিলে দেশ ও সমাজের উন্নয়ন সাধন করলে আমরা একটি সমৃদ্ধ সমাজ গড়তে পারবো। শিক্ষামন্ত্রী এ সময় বিয়ানীবাজার প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য সরকারী জমি বরাদ্দ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি গতকাল রোববার সকাল ১০টায় বিয়ানীবাজার উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ সভাপতি আব্দুল আহাদ কলা, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।
সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ফজলুল হক, আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, প্রেসক্লাবের সহসভাপতি সজীব ভট্টাচার্য, সাংবাদিক জহির উদ্দিন ও সাংবাদিক মাছুম আহমদ।
এদিন দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিয়ানীবাজার সরকারী কলেজে ১০ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন, দুবাগে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভা এবং সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতকর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ট্যাগ »
Latest News