স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার ১৩ নং কর্মধা ইউনিয়নের বাংলাদেশ মনিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
২৩ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় কাঠালতলী বাজারে বামছাসের সভাপতি বিকসশ সিংহ পংকজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস প্রদিপ সিংহের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান হাসনাইন, ১৩নং কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, বাংলাদেশ মনিপুরী ছাত্র সমিতির উপদেষ্টা বীরেন্দ্র কুমার সিংহ, উপদেষ্টা এল নন্দলাল সংহ, ১৩নং ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরব আলী, ১২নং পৃথিমপাশা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, কর্মধা ইউপি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিত্য মল্লিক, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী ফাহিম, সালমান হোসেন মিঠু প্রমূখ।

