কুলাউড়য় লক্ষীর তাণ্ডবে বৃদ্ধের মৃত্যু : ৩ ইউনিয়নে আতংক

কুলাউড়য় লক্ষীর তাণ্ডবে বৃদ্ধের মৃত্যু : ৩ ইউনিয়নে আতংক


স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ের বাংলারবাজারে লক্ষী নামের একটি হাতির হামলায় ইউছুফ আলী ওরফে খাজা (৭০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
৫ নভেম্বর রোববার সন্ধ্যা ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত ইউছুফ আলীর বাড়ি টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামে।

এছাড়াও হাতিটি টিলাগাও, পৃথিমপাশা, কর্মধা ইউনিয়েনের কয়েকটি বাজারে ব্যাপক তাণ্ডব চালালে সেখানকার স্থানীয়দের মধ্যে আতংক দেখা দেয়।

এ রিপোর্ট লেখা পর্জন্ত লক্ষী (হাতি) কর্মধায় স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে রাখা হয়েছে।এবং হাতিটিকে উদ্ধারের জন্য বনবিভাগের লোকজন সেখানে গিয়েছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, মাহুত ও একটি ছোট বাচ্চাসহ একটি পোষা হাতি সন্ধ্যা ৫টার দিকে টিলাগাঁওয়ের বাংলাবাজার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে ইউছুফ আলীর ওপর আক্রমন চালায়। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে মুখ থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই ইউছুফ আলী মারা যান। পরে উন্মত্ত হাতিটি পৃথিমপাশা্র রবিরবাজারে ব্যাপক তাণ্ডব চালায়।

হাতির মাহুত ইয়াসিন আলী জানান, হাতি লক্ষী ও তার ছোট বাচ্ছা কে নিয়ে আমি ও সহকারী মাহুত বদই মিয়া কমল্গঞ্জের ভানুগাছ থেকে নিয়ে আসছিলাম। হঠাৎ করে লক্ষী টিলাগাওয়ের বাংলাবাজারে এসে হাতি দৌড় দিতে থাকে। তখন হাতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় বাজারে থাকা ইউসুফ মিয়ার ওপর হামলা চালায়।

পৃথিম পাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাছ জানান, হাতিটি রবিরবাজারে এসে তাণ্ডব চালায়। এতে বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন।

এ ব্যাপারে কুলাউড়া বন বিটের কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে হাতিটিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিনয় ভুষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। এবং ফরেস্ট বিভাগের লোক হাতিটিকে আটকের জন্য গিয়েছে। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post