অনলাইন ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রবিবার উখিয়া যাচ্ছেন। তার এই সফরকে সামনে রেখে উখিয়ায় সাজসাজ রব পড়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তাসহ সার্বিক প্রটোকল পরিচালনা করতে প্রশাসন ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে চলছে উখিয়ার বিভিন্নস্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মার্মা জানান, রাষ্ট্রপতি দুপুর দেড়টার দিকে ইনানীতে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বেওয়াচ পৌঁছাবেন। সেখান থেকে তিনি সড়কপথে উখিয়ার বালুখালী ২নং অস্থায়ী রোহিঙ্গা শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিদর্শন করবেন। পরে রাষ্ট্রপতি উখিয়ার ইনানী হোটেল রয়েল টিউলিপে অনুষ্ঠিতব্য ২৯টি দেশের নৌবাহিনীর প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করবেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সফর উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।