প্রবাস যাত্রা উপলক্ষে সৈকত বিদায় সংবর্ধনা

সৈকতকে বিদায় জানালো সীমান্তের ডাক পরিবার

স্টাফ রিপোর্টারঃ সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার ও ইত্যাদি নিউজের বার্তা সম্পাদক এস এইচ সৈকত বিদায় জানালো সীমান্তের ডাক পরিবার।
(১৮ নভেম্বর ) শনিবার সন্ধ্যায় সীমান্তের ডাক পত্রিকার কার্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নি, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের কুলাউড়া প্রতিনিধি সঞ্জয় দেবনাথ, সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার ও দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, কুলাউড়া বি.আর.ডি.বি’র ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. তাজুল ইসলাম, দৈনিক মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, ডেইলি বিডি মেইলের সম্পাদক ও প্রকাশক এ.কে.এম জাবের, ২৪টুডেনিউজের সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার ও প্রিয় কুলাউড়ার সহ সম্পাদক নাজমুল বারী সোহেল, সোস্যাল কেয়ার অব নেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজিজুল ইসলাম উজ্জল, প্রিয় কুলাউড়ার ক্রীড়া সম্পাদক আমিন জাহান, ডেইলি বিডি মেইলের স্টাফ রিপোর্টার মঈনুর রহমান সাহান ও ব্যবসায়ী সবুজ দেবনাথ প্রমুখ।


উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর সৈকত সংক্ষিপ্ত সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post