শাবিতে জমে উঠেছে মেয়েদের ক্রিকেট

শাবিতে জমে উঠেছে মেয়েদের ক্রিকেট
অনলাইন ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের মেয়েদের নিয়ে শুরু হওয়া একক প্রতিযোগীতামূলক ক্রিকেট টূর্নামেন্ট জমে উঠেছে। 

রোববার থেকে শুরু হওয়া এ ‘উইমেন’স ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭’ প্রথম থেকেই দর্শকপ্রিয়তা পেয়েছে।

আটদলের এ ‘উইমেন’স ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭’ এর আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট।

টুর্নামেন্টে ইকো লিও, থ্রাস্টারস, এন্থ্রো হার্ড হিটারস, সোসিওলোজি ফায়ারবার্ডস, টিম অরোরা, ঠাডা সিক্সারস, ফায়ার ফ্লাইস, টিম গিঞ্চ নামে মোট আটটি দল অংশগ্রহণ করছে। 

গত ১৯ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে শুরু হয় প্রতিযোগীতা। সোমবার মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন মাঠে বসে খেলা উপভোগ করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল প্রতিযোগীতার ফাইনাল আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত গ্রুপ এ তে তিনটি ম্যাচের তিনটিতেই জিতে প্রথম অবস্থানে আছে টিম অরোরা। অন্যদিকে গ্রুপ বি তে দুটি ম্যাচ জিতে প্রথম স্থানে আছে এন্থ্রো হার্ডহিটারস। দুই গ্রুপের সেরা দুই দল নিয়ে সেমিফাইনাল আগামী ২২ নভেম্বর বিকেলে হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। 

উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন স্পোর্টস সাস্ট এর সভাপতি এস এম তৌকি, সাধারণ সম্পাদক নাফিউজ্জামান পার্থ ও টুর্নামেন্টের আহবায়ক রাশেদুল ইসলাম শান্ত।

টুর্নামেন্টের আহবায়ক রাশেদুল ইসলাম শান্ত বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দলের ক্রিকেট খেলার সময় মেয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশী সক্রিয় থাকলেও সেভাবে খেলার সুযোগ পায় না। এমনকি স্টেডিয়ামে দর্শকদের মধ্যেও মেয়েরা অনেকটাই এগিয়ে। সে ধারণা থেকেই আমাদের এ টুর্নামেন্ট। 

Post a Comment

Previous Post Next Post