এক বছরে কোহলির ১০ সেঞ্চুরি

এক বছরে কোহলির ১০ সেঞ্চুরি
স্পোর্টস ডেস্কঃ দিনকয়েক আগে পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার বলেছিলেন, শচীনের একশ’ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন কোহলি। তার মন্তব্যটা যে নেহায়েত কথার কথা নয়, যেন তা প্রমাণ করার জন্য উঠেপড়ে লেগেছেন কোহলি।

কলকাতার পর নাগপুরে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি পেলেন ভারত অধিনায়ক। নাগপুরের সেঞ্চুরি পঞ্জিকাবর্ষে তিন সংস্করণ মিলিয়ে কোহলির দশম শতক। অধিনায়ক হিসেবে এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড এখন ভারত অধিনায়কের।

আগের টেস্টে কলকাতায় সেঞ্চুরি করে কোহলি ছুঁয়েছিলেন রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথের রেকর্ড। ২০০৫ ও ২০০৬ সালে নয়টি করে সেঞ্চুরি করেছিলেন পন্টিং।



২০০৫ সালে সমান সেঞ্চুরি করেছিলেন স্মিথও। কোহলির এটি ১৯তম টেস্ট সেঞ্চুরি। ভারতের হয়ে ১৯ সেঞ্চুরিতে তিনি দ্বিতীয় দ্রুততম। ৮৫ ইনিংসে ১৯টি করেছিলেন গাভাস্কার। ১০৪ ইনিংসে করলেন কোহলি, টেন্ডুলকারের লেগেছিল ১০৫ ইনিংস। 

Post a Comment

Previous Post Next Post