ছাদিকুর রহমান: একইদিনে একই বিদ্যালয়ের দুই ছাত্রীর অকাল মৃত্যুতে বিদ্যালয়সহ এলাকাজুড়ে শোকের মাতম। একজনের ছিলো ব্রেইন টিউমার আর অন্যজনের ছিলো ক্যান্সার। নিয়তি দুজনকে দুইদিনে পৃথিবীতে পাঠালেও মৃত্যুর তারিখ একইদিনে লিখে দিয়ে ছিলেন, এই তো সৃষ্টিকর্তার বিধান।
অকালেই ঝরে যাওয়া এই দুই শিক্ষার্থী সিলেটের গোলাপগঞ্জের রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী।
একজন হচ্ছেন রনকেলী উত্তর খাসিখাল এলাকার মাসুক মিয়ার মেয়ে দশম শ্রেণীতে অধ্যায়নরত জিনিয়া মাসুক টিনা। অপরজন হচ্ছে জহুরা বেগম (সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত) সে ঘোষগাও খালপার গ্রামের মেয়ে।
এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধান বিজিত চক্রবর্তীর সাথে কথা বলে জানা যায়, দশম শ্রেণীতে পড়ুয়া টিনা দীর্ঘদিন যাবত ব্রেইন টিউমারে আক্রান্ত ছিল। গতরাত্রে তার সমস্যা তীব্র আকার ধারণ করলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করে। সপ্তম শ্রেণিতে পড়ুয়া জহুরা ক্যান্সারে আক্রান্ত ছিল।
তিনি আরো বলেন সন্তানতুল্য ছাত্রীরা এভাবে পৃথিবী ছেড়ে একইদিনে চলে যাবে তা কখনো ভাবিনি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমার এ নিষ্পাপ দুটি সন্তানকে যেনো স্বর্গবাসী করেন, স্কুল ও কলেজের ছাত্রছাত্রীসহ তাদের পরিবারে শোক সইবার মতো ক্ষমতা দান করেন।
