বড়লেখায় কুকুরের কামড়ে ৬ স্কুলছাত্র আহত

বড়লেখায় কুকুরের কামড়ে ৬ স্কুলছাত্র আহত
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় পাগলা কুকুরের কামড়ে ৬ স্কুল ছাত্র আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলো-আজিম উদ্দিন (১১), মিনহাজ আহমদ (১৩), মমিনুল হক (৯), সাইদুল ইসলাম (১৫), রাজু আহমদ (১৪), সালমান আহমদ (৯)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তারা সবাই দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।   

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার মোহাম্মদ দিদার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিভাবকরা জানিয়েছেন, পাগলা কুকুর তাদের কামড়িয়েছে। তারা সবাই স্কুল ছাত্র। হাসপাতালে কেউই ভর্তি নাই।’ 

Post a Comment

Previous Post Next Post