কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২১ টি চা ও রাবার বাগানের শ্রমিক কমিটির নেতৃবৃন্দের নিয়ে যক্ষা রোগ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
২২শে নভেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা শ্রমকল্যাণ মিলনায়তন কেন্দ্রে হীড বাংলাদেশ ইউএসএআইডি চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ সিলেট বিভাগের আয়োজনে চা, রাবার বাগান ও পুঞ্জিতে যক্ষা রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমে সমাজের সর্বস্তরের জনগণকে যুক্ত করার লক্ষ্যে যক্ষা রোগ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ সভায় ইউএসএআইডি চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক শিমন মার্ডীর
সভাপতিত্বে ও ইউএসএআইডি চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ জেলা প্রোগ্রাম ম্যানেজার তাপস বরাইয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হক, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ রিপোটার্স ইউনিটের সাংগঠনিক সংবাদক মোঃ আসহাবুর ইসলাম শাওন, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সিতারাম বীন, মাঠ সুপার ভাইজার রবীন্দ কুমার সিংহ, মনু, ধলাই, ভ্যালী সভাপতি গোপাল নুনিয়া প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সদস্য গৌরী রাণী, পাত্রখোলা চা বাগান সভাপতি দেবাশিষ চক্রবর্তী শিপন।
সভায় বক্তারা বলেন, আমাদের দেশে যক্ষ্মা সম্পর্কে সামাজিক কুসংস্কার এখন রয়ে গেছে। এর মুল কারণ হলো সচেতনতার অভাব। যক্ষ্মা একটি মারাত্বক সংক্রামক রোগ। সচেতনতাই পারে এর রোগ নিয়ন্ত্রনে আনতে। এরোগ থেকে পরিত্রান পেতে হলে আমাদের সচেতন হতে হবে এবং সম্মিলিত প্রচেষ্ঠায় যক্ষ্মা রোগকে প্রতিরোধ করতে হবে। মনে রাখবেন বিনামুল্যে যক্ষ্মা রোগের চিকিৎসা করা হয়। আসুন আমরা সচেতন হই এবং যক্ষ্মা রোগ প্রতিরোধ করি।
