বড়লেখায় ইয়াবাসহ গ্রেফতার ১

বড়লেখায় ইয়াবাসহ গ্রেফতার ১


বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পাঁচ পিস ইয়াবাসহ মাহবুবুর রহমান হেরিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৪ অক্টোবর) রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধরের নেতৃত্বে পুলিশ বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের সুড়িকান্দি এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করেন। মাহবুবুর রহমান হেরিন সুড়িকান্দি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। 

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর বাদী হয়ে মাহবুবুর রহমান হেরিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। 

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর ইয়াবাসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেলে বলেন, ‘তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 

Post a Comment

Previous Post Next Post