নতুন পাঁচ ছবিতে শাকিব খান

নতুন পাঁচ ছবিতে শাকিব খান


বিনোদন ডেস্কঃ শাপলা মিডিয়ার প্রযোজনায় একসঙ্গে নতুন পাঁচটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

ছবিগুলোর নাম হচ্ছে- ‌তুমি বড় ভাগ্যবতী, স্বপ্নের বিদেশ, যুবরাজ, রিমোর্ট কন্ট্রোল ও ইলিশের বাড়ি চাঁদপুর।  

সেলিম খান বলেন, ইতোমধ্যে যুবরাজ ও তুমি বড় ভাগ্যবতী ছবির নাম এন্ট্রি করা হয়েছে, বাকিগুলোরও প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ‘স্বপ্নের বিদেশ’ ছবির শুটিং হবে কানাডাতে। ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। এছাড়া রিমোর্ট কন্ট্রোল ছবিটিও পরিচালনা করবেন উত্তম আকাশ। যুবরাজ পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন, নিরঞ্জন বিশ্বাস পরিচালনা করবেন ‘তুমি বড় ভাগ্যবর্তী’।  

তবে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ ছবিটি কে পরিচালনা করবেন তা এখনও ঠিক হয়নি বলেও জানান সেলিম খান।

Post a Comment

Previous Post Next Post