আকরাম চৌধুরীঃ
অবিশ্বাস্য হলে সত্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে
গ্রামীণ হত দারিদ্র জনগনের দোড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার বর্তমান
স্বাস্থ্যখাতে আলোড়ন সৃষ্টিকারী কমিউনিটি ক্লিনিক মাত্র ১ দিনের পরিকল্পনায়
ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের দূর্গম মোমিন ছড়া চা বাগান অধ্যুষিত
এলাকায় ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে গেলেন গত ৩রা অক্টোবর শেষ কার্যদিবসে
সদ্য বিদায়ী জনপ্রশাসন পদক প্রাপ্ত এবং বিভাগীয় শ্রেষ্ট উপজেলা নির্বাহী
অফিসার হুরে জান্নাত।
মোমিন
ছড়া চা বাগানের ম্যানেজার (বড়সাহেব) রবিউল ইসলাম রুবেল জানান মানব সেবা
পরম ধর্ম” এই অমিয় বানীর ব্রত হয়ে শুধু মাত্র চেষ্টা করেছি। তিনি বলেন আগের
দিন উপজেলা পঃপঃ সহকারী কর্মকর্তা আব্দুল মুকিত সাহেবের মাধ্যেমে
আলাপচারিতায় জানতে পারেন বর্তমানে সরকার তৃর্নমুল পর্যায়ে গ্রামীণ হতদরিদ্র
জনগনের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার লক্ষে প্রতি ছয় হাজার
জনগোষ্ঠীর মধ্যে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে প্রশিক্ষিত
স্বাস্থ্যকর্মীদের মাধ্যেমে বিনামূল্য গর্ভবতী, প্রসূতী, মায়েদের সেবা,
কিশোরকিশোরী সেবা, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সেবা,জন্ম মৃত্যু রেজিষ্টার,
সর্দিকাশি, ডায়েরিয়া, জ্বর, এছাড়া সব ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ
শিশুদের ১০টি রোগের ভ্যাকসিন (ইপি আই টিকা) দিয়ে থাকে। তাৎক্ষণিক মোমিন ছড়া
বাগানের ডাইরেক্টর মুসলেম উদ্দিন খান কে বিস্তারিত জানালে তিনি সরকারকে
দারিদ্র জনগোষ্ঠীর (গরিবের হাসপাতাল) কমিউনিটি ক্লিনিক নির্মানের জন্য ৮শতক
ভূমিদান করে উদারতার অবদান রাখেন। প্রধান মন্ত্রীর দপ্তরে পদোন্নতি
প্রাপ্ত বিদায়ি উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত জানান, জেলা প্রশাসকের
মাধ্যেমে সিভিল সার্জন সিলেট কে বিষয় টি অবহিত করা হয়েছে এবং খুব শিঘ্রই
কাজ শুরু হবে। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন নব উপজেলা নির্বাহী
অফিসার মাসুদ রানা, উপজেলা ভূমি অফিসার মোঃ তানভীর হাসান, মোমিন ছড়া চা
বাগানের ডাইরেক্টর মোসলেম উদ্দিন খাঁন, মুতালিব হোসেন প্রমুখ ।