মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা


মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক দলের আহ্ববায়ক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর উপর হামলার প্রতিবাদে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মিছিলটি শহরের কুসুমবাগ এলাকা থেকে শুরু হয়ে চৌমুহনীতে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আয়াছ আহমদ, জেলা বিএনপির নেতা সামছুল হক সামা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেলিম মো. সালাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাম্মির হাবিব রবিন, উপজেলা যুুবদলের আহবায়ক শামিম জাফর, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ নিশাদ, স্বেচ্ছাসেবক দলের আব্দুল আহাদ, আব্দুল মোমিন, নেপুর আলী, আব্দুল হান্নান, জাসাস সভাপতি মিলাদ হোসেন প্রমুখ।

বক্তারা স্বাগত দাসের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দীর্ঘ ১০দিন অতিবাহিত হওয়ার পরও একজন আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে আসামীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।  

Post a Comment

Previous Post Next Post