অভিনেত্রী হওয়ার আগে হোটেলে কাজ করতেন মাহিরা

অভিনেত্রী হওয়ার আগে হোটেলে কাজ করতেন মাহিরা


বিনোদন ডেস্কঃ শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় পাকিস্তানের সুপারস্টার মাহিরা খানের। মাহিরা পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান।

জীবনের নানা চড়াই উৎরাই পেড়িয়ে নিজেকে সফলতার শিখরে নিয়ে গেছেন এই অভিনেত্রী। তবে শুরটা মোটেও ভালো ছিল না মাহিরার।

তবে শুরটা মোটেও ভালো ছিলনা মাহিরার। করাচিতে পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে যান মাহিরা। মাঝ পথে পড়াশোনা ছেড়ে অভিনয় জীবন শুরু করেন।

অভিনয় জগতে প্রবেশের আগে রেস্তোরাঁয় ওয়েট্রেসের কাজ করতেন তিনি। ঘর ঝাড়া থেকে বাথরুম পরিষ্কার— সব কাজই করতে হয়েছে মাহিরাকে। পরে একটি দোকানেও কাজ করেছেন মাহিরা। সেখানেও ঘর ঝাড়া, ঘর মোছার কাজ করেছেন মাহিরা।

Post a Comment

Previous Post Next Post