কুলাউড়ায় আল-ফায়জী ছাত্র সংসদ’র পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রদান

কুলাউড়ায় আল-ফায়জী ছাত্র সংসদ’র পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রদান


কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়ায় আহমদাবাদ জামেয়া মুহাম্মদীয়া দারুস সুন্নাহ’র ছাত্র সংগঠন আল-ফায়জী ছাত্র সংসদ এর উদ্যোগে বার্ষিক কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর শনিবার বেলা ১১টায় মাদ্রাসা প্রঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান আহমেদের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক আবদুল্লাহ্ আল মারুফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ) সিলেটের সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ বলেন, কোরআন ও হাদিস শিক্ষার পাশাপাশি জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় ইংরেজি ও বাংলা শিক্ষার প্রচোলনটা সত্যি প্রশংসনিয়। আজ আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার মাধ্যমে যে ভাবে আমাদের সম্মুখে প্রবিত্র কোরআন মজিদের আয়াতগুলোকে ইংরেজি ও বাংলায় অনুবাদ করে সত্যি আমি সহ মঞ্চের সকল অতিথিকে তারা হতবাক করেছে। আমি মনেকরি আমাদের এই ছেলে মেয়েরা আগামী দিনে দেশ ও জাতির কল্যানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সদস্য ফারুক আহমদ, সাংবাদিক মোক্তাদির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক হোসেন মনসুর, উপজেলা যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মতলিব, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান মতিন, মাদ্রাসা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক হাজী আরজদ আলী, মাদ্রাসার মোহতামিম হাফিজ মাওলানা মাহমুদুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা সালেহ আহমদ, মাওলানা লোকমান আহমদ, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, হাফেজ মাওলানা জাকির আহমদ, মাওলানা আবদুল খালিক প্রমুখ।

অনুষ্ঠানে কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্বারক তুলেদেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা। মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথিকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি পান করার জন্য শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রধান অতিথির অর্থায়নে চারটি পানির ফিল্টার ও ৮টি মগ শিক্ষকবৃন্দের হাতে তুলে দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post