মৌলভীবাজার জেলা ক্রিকেট দলে কুলাউড়ার দুই ক্রিকেটার

মৌলভীবাজার জেলা ক্রিকেট দলে কুলাউড়ার দুই ক্রিকেটার


স্পোর্টস ডেস্কঃ ৩৮তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অংশ গ্রহণের জন্য মৌলভীবাজার জেলা ক্রিকেট দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষনা করা হয়েছে। বিপিএলে চুক্তিবদ্ধ থাকায় প্রাথমিক দলে থাকলেও ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে জাতীয় দলের তারকা আবুল হাসান রাজু ও এবাদত হোসেনকে।

দলের খেলোয়াড়রা হলেন- শেনাজ আহমদ, এস এম ফরহাদ, সজিব দাশ বাপ্পা, সাকিব আল সজীব, প্রকাশ পাল, মোকাম্মেল আলী সাহেদ, সায়েদ আহমদ আলাল, রায়হান আহমদ, শাহনুর রহমান, আমিনুল ইসলাম, আমিন খান, রেজওয়ানুর রহমান, আহাদুর রহমান অভি ও সাব্বির আহমদ জয়।

এদিকে জেলা ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে আছেন কুলাউড়ার কৃতি ক্রিকেটার মোকাম্মেল আলী সাহেদ ও সায়েদ আহমদ আলাল। উল্লেখ্য এই দুই ক্রিকেটার জাতীয় পর্যায়ের বিভিন্ন লীগে ভালো পারফরমেন্স থাকায় জেলা দলে টিম ম্যানেজম্যান্ট তাদের নাম অন্তর্ভুক্ত করেছে।
 মোকাম্মেল আলী সাহেদ এক পতিক্রিয়ায়  প্রিয় কুলাউড়াকে জানান, এবারের জেলা ক্রিকেট স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারদের সুযোগ দেয়া হয়েছে। একটি ব্যালান্সড টিম থাকায় এবং অনেকের পারফরমেন্স ভালো থাকায় আমরা টায়ার ২ চ্যাম্পিয়ান হওয়ার আশা করছি।

Post a Comment

Previous Post Next Post