কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় গাছ থেকে পড়ে রনি মিয়া (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
৪ অক্টোবর বুধবার সকাল ১১টায় উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের মৃত আব্দুল জলিল এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমদুদ হোসেনের বাড়িতে তার চাচা সুজা মিয়ার সুপারি গাছে সুপারি পাড়তে উঠলে গাছ ভেঙ্গে রনি নিচে পড়ে গেলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় মিশনারিজ অব চ্যারিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে প্রতিমধ্যে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।