২০২৪ সালের পর দেশে আর দারিদ্র্য থাকবে না : অর্থমন্ত্রী

২০২৪ সালের পর দেশে আর দারিদ্র্য থাকবে না


অনলাইন ডেস্কঃ আগামী ২০২৪ সালের পর বাংলাদেশে আর দারিদ্র্য থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “আমাদের উন্নয়নের একমাত্র লক্ষ্যমাত্রা বলতে পারেন দারিদ্র্য দূরীকরণ। আমরা যখন স্বাধীন হই তখন আমাদের ৭০ ভাগ মানুষ দরিদ্র ছিল। আজকে খুশির সঙ্গে বলতে হয় সেই সংখ্যা আমরা কমিয়ে ২২ দশিমক ৫ শতাংশে নিয়ে এসেছি।

তবে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ অগ্রগতি অর্জন করলেও এখনও প্রায় তিন কোটি মানুষ দারিদ্র্য রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ২০২৪ সালের পর বাংলাদেশে আর দারিদ্র্য থাকবে না।

Post a Comment

Previous Post Next Post