কুলাউড়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা


আব্দুল আহাদ: ভুকশিমইল ইউনিয়নে শান্তিসংঘ'র উদ্যোগে এইচ এস সি/আলিম, এস এস সি/দাখিল,জে এস সি/জে ডি সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং এম জেড এইচ আব্দুল্লাহ্ রচিত প্রথম বইয়ের মোড়ক উন্মোচন।
সংবর্ধনা এবং মোড়ক উন্মোচন অনুষ্টানে সভাপতিত্ব করেন জনাব মাওলানা বজলুল হক সাহেব অধ্যক্ষ ভুকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মনির।
এছাড়াও উপস্থিত ছিলেন ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মাশুক আহমেদ সাহেব এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল মনসুর আহমেদ, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, ভুকশিমইল কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, ভুকশিমইল ইউনিয়নের সাবেক সদস্য জনাব আফজাল হোসেন, কামরল হাসান লিজু, মুজিবুর রহমান , গিয়াস, জাকির, সান্না, সায়েম, জেবুল, নুরুল, রাসেল প্রমুখ।
কুলাউড়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা

Post a Comment

Previous Post Next Post