মঈনুর রহমান সাহান: দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের বলেন, দল ভারী করতে ভাড়া করা লোক আনবেন না। কোন চাদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক দাঙ্গাবাজ আওয়ামীলীগের সদস্য হতে পারবে না। হলে দল থেকে বের করে দেয়া হবে।
এসময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির মরা গাঁঙ্গে জোয়ার আসে না, কখনো ফখরুল কাঁদে, কখনো খালেদা কান্দে।জেলার নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রতি তিন বৎসর অন্তর অন্তর জেলার নতুন কমিটি যাতে হয়।এর আগে দলের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্ভোধন করেন। এখন সম্মেলন মঞ্চে জেলার সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস সহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেছার আহমদের সঞ্চালনায় আগত অতিথিদের মধ্য থেকে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখছেন।