কুলাউড়ায় সাংবাদিক চয়ন জামানের ১ম মৃত্যু বার্ষিকী পালিত


বিশেষ প্রতিনিধি: কুলাউড়ার প্রয়াত সাংবাদিক, কবি ও সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সাহিত্য সম্পাদক, দৈনিক যুগভেরী'র স্টাফ রিপোর্টার অমরুজ্জামান চৌধুরী (চয়ন জামান)- এর ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নে দুপুরে তাঁর নিজ বাড়িতে মিলাদ ও দোয়া এবং সন্ধ্যায় সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকা কার্যালয়ে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত স্বপ্নবাজ কবি, সাহিত্যিক ও সাংবাদিক চয়ন স্মরণে এ কর্মসূচি পালিত হয়। প্রয়াত চয়ন জামানের নিজ বাড়িতে পারিবারিক উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত হোন।

    সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় সাপ্তাহিক সংলাপ কার্যালয়ের পত্রিকার সম্পাদক ও প্রকাশক  অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে চীফ রিপোর্টার ও দৈনিক উত্তপূর্ব পত্রিকার জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপনের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন দৈনিক যুগভেরী পত্রিকার নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা,  কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, সাহিত্যিক ও কবি এফ এম ফৌজি, চয়ন জামানের ভাই সেলিমুজ্জামান চৌধুরী সুমন, কবি ও সাহিত্যিক শহিদুল ইসলাম তনয়, সংলাপ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক ও দৈনিক উত্তপূর্ব পত্রিকার কুলাউড়া প্রতিনিধি আব্দুল কুদ্দুছ, দি বাংলাদেশ টুডে ও সিলেটভিউ২৪ প্রতিনিধি শাকির আহমদ, সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ কাইয়ুম, ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া ছাত্রলীগ নেতা শাকিল সিদ্দিকী খালেদ।
    শোকসভা ও আলোচনা সভাশেষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সংলাপ পত্রিকার ল্যাব ইনর্চাজ মাও. আব্দুস সালাম, সমন্বয়ক মইনুল ইসলাম সোহাগ, বানিজ্যিক ব্যাবস্থাপক গোলজার হোসেন উজ্জ্বল, সার্কুলেশন ম্যানেজার সুমন আহমদ, শহর প্রতিনিধি আমিনুল ইসলাম দিদার, ক্বারী কয়ছর আহমদ, , অফিস সহকারী ফয়সাল আহমদ প্রমুখ।
    উল্লেখ্য, জীবদ্দশায় চয়ন জামান সিলেটের দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সাহিত্য সম্পাদক, সাহিত্য পাতা ‘জিয়ন কাঠি’, ‘সব্যসাচি’ সহ বিভিন্ন সাহিত্যিক ও পত্রিকায় প্রতিষ্ঠানে লেখালেখীর কাজে জড়িত ছিলেন। গত বছরের এই দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হঠাৎ তিনি মৃত্যুবরণ করেন।

Post a Comment

Previous Post Next Post