বিপিএলে অনিশ্চিত মুস্তাফিজ !

বিপিএলে অনিশ্চিত মুস্তাফিজ !

স্পোর্টস ডেস্কঃ নানা সময়ে ইনজুরি ব্যবস্থাপনা ও পুনর্বাসনের জন্য মুস্তাফিজুর রহমানকে নিয়মিতই তাঁর শরণাপন্ন হতে হয়। সে জন্যই এই ফাস্ট বোলারের মানসিকতা নিয়েও বেশ স্বচ্ছ ধারণা আছে দেবাশীষ চৌধুরীর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান এ চিকিৎসক যেমন জানেন, ‘মুস্তাফিজের সবচেয়ে প্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি। ’

সে কারণেই ‘কাটার মাস্টার’-এর হতাশাটাও অনুমান করতে পারছেন দেবাশীষ, ‘গত বছরও সে বিপিএল মিস করেছে। এবারও মিস করতে চলেছে। ’ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের ওয়ার্মআপ সেশনে ফুটবল খেলতে গিয়ে পাওয়া গোড়ালির চোটে নিশ্চিতভাবেই ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের প্রথম কিছু ম্যাচ মিস করতে চলেছেন মুস্তাফিজ। তবে তাঁর ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস ঠিক কয়টি ম্যাচে তাঁকে পাবে না, তা নির্দিষ্ট করে বলার উপায় নেই এখনো।

তবে দেবাশীষ যা বলেছেন, তাতে তামিম ইকবালের ঊরুর ইনজুরির মতো মুস্তাফিজের সমস্যা নিয়েও তাড়াহুড়া করার সুযোগ নেই কোনো। যথাযথ পুনর্বাসন এ ক্ষেত্রে ভীষণ জরুরি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই পেসারের গোড়ালির চোটটা ‘লেটারেল অ্যাঙ্কেল ইনজুরি’। যা নিয়ে দেবাশীষ সাবধানবাণীই উচ্চারণ করে রাখলেন, ‘এটা খুব খারাপ ধরনের ইনজুরি।
যথাযথ পুনর্বাসনের আগেই যদি খেলায় ফেরে, তাহলে ভবিষ্যতে এই ইনজুরিটা আবার ফিরতে পারে। সে জন্যই আমরা চাই ও পুরোপুরি ফিট হয়ে ফিরুক। সে জন্য বিপিএলের কিছু ম্যাচ মিস করতে হলেও আমরা তা মেনে নেব। ’

কিন্তু বিপিএলের পঞ্চম আসর ঠিক কত দিন মিস করবে তাঁকে? এ প্রশ্নের উত্তরে দেবাশীষ যা বললেন, তাতে গতবারের মতো পুরোটা না হলেও আসন্ন বিপিএলে বেশ লম্বা সময়ের জন্যই অনিশ্চিত হয়ে পড়েছেন মুস্তাফিজ, ‘ওর ইনজুরির দিন থেকে প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে। আরো দুই সপ্তাহ বিশ্রাম নিতে পারলে এক মাস হবে। সেরে ওঠার জন্য এক মাস খুব ভালো একটা সময়। কিন্তু সেরে উঠলেও একটা সমস্যা থেকে যাবে। সেটি হলো ও অনেক দিন ধরে অনুশীলনের বাইরে। বোলিং অনুশীলনের জন্য ওকে কিছুদিন সময় দিতে হবে। সে সময়টা নির্ভর করবে ওর ওপর। ইনজুরির দিক থেকে এক মাস ভালো সময়। ও যেহেতু পেস বোলার, এক মাস পরও যদি মনে হয় যে পুনর্বাসন প্রয়োজন, তাহলে সেটিও করাতে হবে। শেষের দিকে পুনর্বাসন ও বোলিং অনুশীলন হয়তো একসঙ্গেই চলবে। সব মিলিয়ে দুই-তিন সপ্তাহের মতো সময় সময় লেগে যাবে। এর আগে পুরোপুরি ফিট মুস্তাফিজকে হয়তো আমরা পাব না। ’

ম্যাচ ফিট মুস্তাফিজকে পেতে তাই দীর্ঘ অপেক্ষায়ই থাকতে হবে রাজশাহী কিংসকে। আপাতত সুখবর শুধু এটুকুই যে, ‘প্রথম দিন থেকে হিসাব করলে ওর উন্নতি বেশ ভালো। ফোলা কমে গেছে অনেকটাই। কিন্তু ক্লিনিক্যালি ইমপ্রুভমেন্ট থাকলেও যেহেতু স্ক্যান রিপোর্ট বলছে ওর ইনজুরিটা গ্রেড টু বা মডারেট টাইপ অব অ্যাঙ্কেল স্ট্রেইন, তো ওর ব্যাপারে আমরা সাবধানতা অবলম্বন করব। ’

ইংল্যান্ড থেকে কাঁধের অস্ত্রোপচার করিয়ে এসে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় গত বিপিএলের পুরোটাই মিস করেছিলেন মুস্তাফিজ। এবারও লম্বা সময়ের জন্য যে চোটের জন্য বিপিএল মিস করতে চলেছেন, সেটিতে ভিন্নতা রয়েছে। এই চোটে যে খেলোয়াড়ের নিজেরও দায় আছে, সেটি সরাসরি না বললেও সে ইঙ্গিত ঠিকই দিয়েছেন দেবাশীষ, ‘এটা একটা ফ্রিক ইনজুরি। ওয়ার্মআপ সেশনে ফুটবল খেলার সময় ইনজুরিটা হয়ে গেছে। এ জন্য আমরা খেলোয়াড়দের সব সময় সতর্ক করে দেই যে ওয়ার্মআপ হচ্ছে মূল খেলাটার একটা প্রস্তুতি। ওয়ার্মআপে প্রতিযোগিতামূলক মনোভাব দেখাতে গেলে মূল খেলা বাধাগ্রস্ত হবে। খেলোয়াড়রা এই জিনিসটা হয়তো মনে রাখতে পারেন না। ’

Post a Comment

Previous Post Next Post