৯ম এপেক্স প্রাথমিক বৃত্তি (এপেঃ অপু স্মৃতি) পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

৯ম এপেক্স প্রাথমিক বৃত্তি (এপেঃ অপু স্মৃতি) পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন


বিশেষ প্রতিনিধিঃ এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জেলা-৪ এর অন্যতম আয়োজন ৯ম এপেক্স প্রাথমিক বৃত্তি (এপেঃ অপু স্মৃতি) পরীক্ষার পুরস্কার বিতরণ গত ২০ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের লাইফ গর্ভনর এপেঃ এড. এ.কে.এম সামিউল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বারবৃন্দ এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলা ভুট্টো, এপেঃ এনায়েত হোসেন চৌধূরী, এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরী, পিডিজি-৪ এপেঃ আক্তার হোসেন খান, কুলাউড়া সদয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম চৌধুরী, জেলা-৪ এর উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য এপেঃ এড. চৌধূরী আতাউর রহমান আজাদ, জেলা-৪ এর সেক্রেটারী এপেঃ সাহেদুর রহমান সাহেদ, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অতীত সভাপতি এপেঃ আব্দুস সহিদ বাবুল, এপেক্স ক্লাব অব বিশ্বনাথের অতীত সভাপতি এপেঃ এড. বদরুল আহমদ চৌধুরী, এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের ২০১৭ বর্ষের সভাপতি এপেঃ নাজমুল হুদা প্রমুখ।
এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৭ বর্ষের সভাপতি এপেঃ শরীফ আহমদের সভাপতিত্বে; ক্লাব পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, হল পরিদর্শক ও শিক্ষার্থীদের মধ্যে অনুভুতি ব্যক্ত করেন যথাক্রমে আশিকুল ইসলাম বাবু ও বিশাখ পাল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত, ইনভোকেশন, এপেক্স সংগীত পরিবেশনের পর আইডল অব এপেক্স পাঠ করেন ক্লাব পিপি এপেঃ শাহীন আহমদ, শুভেচ্ছা ও অপারগতা পর্ব উপস্থাপন করেন ক্লাব সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ জাহাঙ্গীর আলম। পরবর্তীতে অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ৯ম এপেক্স প্রাথমিক বৃত্তি (এপেঃ অপু স্মৃতি) পরীক্ষার হল সুপার এপেঃ সুহেল আহমদ ও ১৪ জন হল পরিদর্শকবৃন্দদের। পরবর্তীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা ৯ম এপেক্স প্রাথমিক বৃত্তি (এপেঃ অপু স্মৃতি) পরীক্ষায় উত্তীর্ণ ২৬ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পুরো অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অন্যান্য এপেক্সিয়ানবৃন্দরা উপস্থিত ছিলেন তারা হলেন ট্রেজারার এপেঃ আব্দুল বাছিত জাহাঙ্গীর, সার্ভিস ডিরেক্টর এপেঃ শফিউল আলম সৌরভ, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেঃ মোঃ জুবায়ের আহমদ সুহেল, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ আলতাফ হোসেন সুমেল, অ্যাকটিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেঃ আয়েশা আক্তার, এপেঃ পান্না চন্দ্র নাথ, এপেঃ এ,কে,এম জাবের, এপেঃ মুজিবুর রহমান মুজিব মুন্সি, এপেঃ মুশফিকুর রহমান, এপেঃ আজিজুর রহমান প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post