নেইমারহীন ম্যাচে কাভানির জোড়া গোল

নেইমারহীন ম্যাচে কাভানির জোড়া গোল

স্পোর্টস ডেস্কঃ আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় শুক্রবার রাতে মাঠে নামতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। কিন্তু তাতে কি, এডিনসন কাভানির জোড়া গোল সেই অভাবটা পুরোপুরি ঘুচিয়ে দেয়।

কাভানির দুটি আর আত্মঘাতী একটি গোলের কল্যাণে অপেক্ষাকৃত দুর্বল দল নিসের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উনাই এমেরির দল।

খেলতে নামা পিএসজিকে গোলের জন্য অপেক্ষা করতে হয়নি। তৃতীয় মিনিটে ডি-বক্সের বাঁ-দিক থেকে ডি মারিয়ার বাঁকানো ফ্রি-কিকে দুরূহ কোণ থেকে ডাইভিং হেডে বল জালে পাঠান কাভানি।

৩১তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। এ গোলেও গুরুত্বপূর্ণ অবদান দি মারিয়ার।

জোড়া গোলের কল্যাণে গত মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা কাভানির এবারের গোল সংখ্যা দাঁড়ায় ১১। দুই গোল বেশি করে তালিকার শীর্ষে মোনাকোর ফালকাও।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে নিজেদের ভুলে তৃতীয় গোল খায় অতিথিরা। বাইলাইনের কাছ থেকে ছয় গজ বক্সে বাড়ানো কাভানির হেড কাজে লাগাতে ছুটে গিয়েছিলেন ডি মারিয়া ও দানি আলভেস।

কিন্তু ব্রাজিলিয়ান ডিফেন্ডার দান্তের পায়ে লেগেই বল জালে ঢুকে যায়।

যোগ করা সময়ে পাল্টা আক্রমণে লুকাসের জোরালো শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে ব্যবধান আর বাড়েনি।

১১ ম্যাচে নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলা মোনাকো ২২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

Post a Comment

Previous Post Next Post