অনলাইন ডেস্কঃ জাফলংয়ে অভিযান চালিয়ে ভারতীয় তীর খেলা পরিচালনাকারী চক্রের ২ সদস্য এবং ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় জাফলং পিকনিক স্পটের অদূরে সংগ্রাম বিজিবি ফাঁড়ির সম্মুখ থেকে কবির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার করা হয়। এছাড়াও ভারতীয় তীর খেলার সাথে জড়িত থাকা অভিযোগে ৪টি ভারতীয় তীর খেলার বই সহ গ্রেপ্তার করা হয়েছে জাফলং চা বাগানের জনি বৈদ্য ও মোঃ সোহেল আহমদকে।
আটকৃতরা সবাই গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের বিভিন্ন গ্রামের নাগরিক। জেলা গোয়েন্দা পুলিশের এস.আই মশিউর রহমানের নেতৃত্বে অভিযানে এসব অপরাধী ও মাদক উদ্ধার করা হয়।