ইউনেস্কোর পুরস্কার পেলেন বাংলাদেশের অণুজীববিজ্ঞানী

ইউনেস্কোর পুরস্কার পেলেন বাংলাদেশের অণুজীববিজ্ঞানী


অনলাইন ডেস্কঃ বাংলাদেশের অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. সমীর কুমার সাহাকে ইউনেস্কোর কার্লোস জে. ফিনলে পুরস্কারে ভূষিত করা হয়েছে। গবেষণার মাধ্যমে অণুজীববিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।

তার সঙ্গে যৌথভাবে পুরস্কার পেয়েছেন পাকিস্তানের আরেক অণুজীববিজ্ঞানী শাহিদা হাসনাইন।
ড. সমীর কুমার সাহা ঢাকা শিশু হাসপাতালের অণুজীববিদ্যা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত। তিনি শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের (সিএইচআরএফ) এ নির্বাহী পরিচালক নিউমোকোকাল অ্যাওয়ারনেস কাউন্সিল অব এক্সপার্টসের (পিএসিই) সদস্য। পাশাপাশি কোয়ালিশন অ্যাগেইনস্ট টাইফয়েডের (সিএটি) স্টিয়ারিং কমিটিরও প্রধান।

আগামী ৬ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৩৯তম সেশনে ড. সমীর কুমার সাহার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। কিউবা সরকারের উদ্যোগে ১৯৭৭ সালে কার্লোস জে. ফিনলে পুরস্কার চালু করে ইউনেস্কো।

Post a Comment

Previous Post Next Post