আওয়ামীলীগের জেলা সম্মেলন; মৌলভীবাজারে সাঁজ সাঁজ রব



স্টাফ রিপোর্টারঃ সম্মেলনকে ঘীরে উজ্জীবিত নেতাকর্মীরা। দীর্ঘ একযুগ পর সম্মেলনের প্রস্তুতিতে নেতাকর্মীরা উৎফুল্ল। জাঁকজমকপূর্ণভাবে চলছে জেলা আওয়ামীলীগের সম্মেলনের সকল  প্রস্তুতি। প্রতিদিনই নানা ভাবে চলছে প্রচারণা। শহরের জুড়ে নেতাদের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুনে চেয়ে গেছে। শহরের মোড়ে মোড়ে নির্মাণ হচ্ছে তোরণ। জেলা  ও উপজেলা শহর গুলোতে সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিল মিটিং হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক প্রচারণা। সময় যত ঘনিয়ে আসছে জেলাজুড়ে সর্বত্রই ততই বাড়ছে আলোচেনা। জেলা সম্মেলনের কাউন্সিলে কে হচ্ছেন সভাপতি, সম্পাদক এনিয়ে নেতাকর্মীসহ সর্বমহলের কৌতুহলের শেষ নেই। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীরাও জোর লবিংয়ে ব্যাস্ত।
আজ ২৮ অক্টোবর শনিবার সকাল ১১ ঘটিকায় শুরু হবে সম্মেলনের কার্যক্রম। এই সম্মেলনকে ঘিরে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে তৈরী হচ্ছে বিশাল মঞ্চ। নেতাকর্মী আর শুভাকাঙ্খিরা শৃঙ্খলিত ভাবে বসার জন্য বিশাল প্যান্ডেলে রাখা হয়েছে সু-ব্যাবস্থা। গ্রেইট,তোরণ, মঞ্চ আর প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। প্রতিদিনই সরজমিনে এসকল কাজ দেখভাল করছেন নেতৃবৃন্দ। দ্রুতগতিতে এগিয়ে চলছে প্রস্তুতির সকল কাজ। নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশে উজ্জীবিত হয়ে পালন করছেন সম্মেলনকে কেন্দ্র করে নিজেদের উপর অর্পিত কাজ।

মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের জন্য তৈরী হওয়া মঞ্চ ও প্যান্ডেলের কাজ  দেখতে আসা উৎফুল্ল নেতাকর্মীরা জানালেন এক কমিটিতে এক যুগ। জেলা আ’লীগের এমন অপবাদের অবসান হতে যাচ্ছে। জেলা সম্মেলনের তারিখ ঘোষিত হওয়ায় পর থেকেই নেতাকর্মীরা আনন্দিত। বার বার তারিখ পেছানোর কারনে জেলা সম্মেলন হবে কিনা এনিয়ে সন্দিহান ছিলেন নেতাকর্মী। তাই ২৮ অক্টোবরের সম্মেলনকে ঘীরে আশার আলো দেখছেন নেতাকর্মীরা। দীর্ঘ দিন থেকে বিগত কমিটি কোন সভা কিংবা সাংগঠনিক কাজে সক্রিয় না থাকায় জেলা জুড়ে ঝিমিয়ে পড়েছিল দলের সাংগঠনিক কাজ। দিন দিন বাড়ছিল অভ্যন্তরীন দ্বন্ধ আর গ্রুপ্রিং। এর প্রভাবও পড়েছিল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে। তাই সম্মেলনকে ঘীরে তাদের প্রত্যাশা কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে যাতে দলের সাংগঠনিক কাজকর্মে গতিশীলতা ফিরে পাবে। সম্মেলনে অতিথিদের আগমনের প্রত্যাশায় আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে দলের নেতা-কর্মীদের মধ্যে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন কামরান ও অধ্যাপক মো: রফিকুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি,সৈয়দা সায়রা মহসীন এমপি, আব্দুল মতিন এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান। 

কাউন্সিলে প্রার্থী হিসেবে সম্ভাব্য সভাপতি ও সম্পাদক পদে দলের নেতাকর্মীদের মুখে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সভাপতি পদে মো: ফিরুজ, নেছার আহমদ, অধ্যাপক মো: রফিকুর রহমান, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মুহিবুর রহমান তরফদার, সৈয়দ বজললুল করিম,আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ। সাধারণ সম্পাদক পদে  মোঃ কামাল হোসেন, মসুদ আহমদ, মোঃ ফজলুর রহমান, সৈয়দ মফচ্ছিল আলী, এম এ রহিম (সিআইপি), মিছবাউর রহমান, সাইফুর রহমান বাবুল, আব্দুল মালিক তরফদার সুয়েব, ভিপি আব্দুল মতিন। সম্ভাব্য প্রার্থীরা ঢাকার নেতৃবৃন্দের সাথে জোর লবিং ও তদবির চালিয়ে যাচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post