নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার ভাটেরা রেল ষ্টেশনের পাশ থেকে ট্রেনে কাটা পড়া মালা মৃধা (৫০) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় এ লাশ করা হয়। ২ সন্তানের জননী মালা মৃধা ভাটেরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের পচাঁ মৃধার স্ত্রী।
ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম গনমাধ্যমকে জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রেল লাইন পারাপারের সময় ভাটেরা বাসট্যান্ড এলাকায় আখাউড়া থেকে সিলেটগামী কুশিয়ার এক্সপ্রেস ট্রেনে নিচে কাটা পড়ে মারা যান মালা মৃধা। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে কুলাউড়া রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মালা মৃধা ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী।
কুলাউড়া রেলওয়ে থানার ওসি রাসেল মাহমুদ গনমাধ্যমকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।