কুলাউড়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা : ঘাতক স্বামী আটক

স্ত্রীকে গলা কেটে হত্যা : ঘাতক স্বামী আটক


স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজারে শশুর বাড়িতে ঢুকে রফিক মিয়া নামে পাষন্ড স্বামী গলা কেটে হত্যা করলো ঘুমন্ত স্ত্রীকে। 

মধ্যরাতে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহযোগিতায় ব্রাহ্মনবাজারের পাশের বিল থেকে পুলিশ ঘাতক রফিক মিয়াকে আটক করে।

নিহত ওই গৃহবধুর নাম নাছিমা বেগম (৩০)। এঘটনায় শাশুড়ী সোনাজান বিবি (৫৫) ও শ্যালিকা নাজামা বেগম সোনিয়া (১২) আহত হয়েছেন। ২৩ অক্টোবর সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কাজলধারাস্থ আদমপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্র ও আহত সোনাজানবানু জানান, সোমবার রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কাজলধারাস্থ আদমপুর গ্রামের তাহির মিয়ার স্ত্রী সোনাজানবানু, বড় মেয়ে নাছিমা বেগম ও ছোট মেয়ে নাজমা বেগম রাত ৮টার দিকে ঘুমিয়ে পড়েন। এমতাবস্থায় নাসিমার স্বামী রফিক বেড়া ভেঙ্গে ঘরের ভেতর ঢুকে নাছিমাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় তাঁরা (সোনাজানবানু ও নাজমা) টের পেয়ে বাঁধা দিতে চাইলে পাষন্ড রফিক তাদেরকে ছুরি দিয়ে উপর্যুপরী কোপাতে থাকে। এতে নাজমার পেট কেটে ভুড়ি বের হয়ে যায় এবং সোনাজানবানু’র হাটু কেটে যায়। তাদের চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন ছুটে এলে রফিক পালিয়ে যায়। পরে আহত সোনাজানবানু ও নাজমাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক সোহেল আহমদ নাজমার অবস্থা আশঙ্কাজনক হওয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 


হাসপাতালে সেনাজানবানু ও তাঁর ছেলে গিয়াস মিয়া জানান,একই ইউনিয়নের লোহাইউনি গ্রামেরতাজুল মিয়ার পুত্র রফিক মিয়ার সাথে নাসিমার বিয়ে হয়। তাদের ঘরে ৪টি ছেলে সন্তান রয়েছে। কয়েকদিন ধরে নাছিমার সাথে রফিকের মনোমালিন্য চলছিলো। গত দু’সপ্তাহ আগে রফিক নাছিমাকে চার ছেলেসন্তানসহ বাপের বাড়িতে পাঠিয়ে দেয়।

ব্রাহ্মণবাজার এর স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার ওসি তদন্ত বিণয় ভূষণ জানান, আমরা ঘটনাস্থলে আছি। আহতদের হাসপাতলে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post