বড়লেখায় প্রতারণা মামলায় স্বামী-স্ত্রীর ১ বছরের কারাদন্ড

বড়লেখায় প্রতারণা মামলায় স্বামী-স্ত্রীর ১ বছরের কারাদন্ড
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার দুই ব্যবসায়ীকে সুইডেন পাঠানোর নামে অর্থ আত্মসাতকারী ২ প্রতারককে ১ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন-সিলেট জেলার গোলাপগঞ্জের রইছ আলীর ছেলে আব্দুল আজিজ ও তার স্ত্রী সুমি বেগম।

বুধবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান জামান। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত এবং অ্যাডভোকেট জিল্লুর রহমান।

জি.আর-২০১/১৪ নং মামলা সূত্রে জানা গেছে, সিলেট জেলার গোলাপগঞ্জের রইছ আলীর ছেলে আব্দুল আজিজ ও তার স্ত্রী সুমি বেগম ২০১৪ সালে বড়লেখার ব্যবসায়ী শহিদুল ইসলাম নানু ও লুৎফুর রহমানকে সুইডেন পাঠানোর নামে ২৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা ফেরত চাইলে ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদান করায় ভুক্তভোগী লুৎফুর রহমান তাদের বিরুদ্ধে ৪০৬/৪২০ ধারায় থানায় প্রতারণা মামলা করেন। পরে পুলিশ আসামীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল ২ আসামীর বিরুদ্ধে সশ্রম কারাদন্ড, অর্থদ- অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণার সত্যতা স্বীকার করেন।

Post a Comment

Previous Post Next Post