শাবির ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর

শাবির ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর
শাবির ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর


নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার বিকাল ৩টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ১৪৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. কবির হোসেন।

অধ্যাপক ড. কবির হোসেন জানান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণিকে সভাপতি ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মহিবুল আলমকে সদস্য সচিব করে ৩১ সদস্যের ভর্তি কমিটি গঠন করা হয়েছে।

ভর্তি কমিটির নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. আব্দুল গণি বলেন, কমিটির বিষয়টি আমি মাত্র শুনেছি। আমরা ভর্তি কার্যক্রমে সকলের সহযোগিতা চাই।

তিনি আরও জানান, অতি শীঘ্রই ভর্তি কমিটি তাদের কাজ শুরু করবে।

Post a Comment

Previous Post Next Post