বিশেষ প্রতিনিধিঃ মায়ানমারের আরাকানে জাতিগত নিধন বা এথনিক ক্লিনজিংয়ের শিকার রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ইয়ূথ এন্ডিং হাঙ্গার সিলেট।
বুধবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ইয়ূথ এন্ডিং হাঙ্গার সিলেটের মুখপাত্র কামাল আহমদ গাজী'র সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ইয়ূথ এন্ডিং হাঙ্গারের বিভিন্ন কলেজ, বিশ্বিবদ্যালয় ইউনিটের নেতৃবৃন্দ বলেন, মায়ানমারের সামরিক জান্তারা যেভাবে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন করছে, বাড়ীঘর পুড়িয়ে দিচ্ছে তা স্পষ্টত মানবাধিকারের চরম লঙ্গন। আমরা চাই অারাকানে শান্তি ফিরে আসুক। এসময় বক্তারা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চাপ প্রয়োগে বাংলাদেশ সরকারকে জোরালো ভূমিকা নেয়ার আহ্বান জানান।
আরাকানে রোহিঙ্গা নিধনে সূচি'র সংশ্লিষ্টতা রয়েছে উল্ল্যেখ করে বক্তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে নোবেল জয়ী সূচীকে বিচারের কাঠগড়ায় দাড় করানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
মায়ানমারে গণহত্যার প্রতিবাদে আয়োজিত সিলেট ইয়ূথ এন্ডিং হাঙ্গারের মানববন্ধনে এমসি কলেজ, মেট্রোপলিটন ইয়ূনিভার্সিটি, মদন মোহন কলেজ,ও সিলেট জেলা ইউনিটের ইয়ূথ লিডাররা অংশগ্রহন করেন।

