কুলাউড়ার কৃতি ক্রিকেটার সোহেলের জানাযা সম্পন্ন

কুলাউড়ার কৃতি ক্রিকেটার সোহেলের জানাযা সম্পন্ন
স্পোর্টস ডেস্কঃ কুলাউড়া ক্রিকেটাঙ্গনের প্রিয় মুখ গাজীপুর ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আহমদের ইন্তেকাল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুরের এলাকার আত্তর আলীর বড় ছেলে। সাউথ সিলেট টেলিকম (গ্রামীণফোন)এর সেলস এক্সিকিউটিব হিসেবে কর্মরত ছিলেন।

 
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের সময় গাজীপুর খেলার মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, তার সহকর্মী, বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যসহ প্রায় সহস্রাধিক মানুষ জানাযার নামাযে অংশগ্রহন করেন।

কুলাউড়ার কৃতি ক্রিকেটার সোহেলের জানাযা সম্পন্ন
উল্লেখ্য সোহেল গত মঙ্গলবার সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। সে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। সে স্ত্রী, একমাত্র সন্তান সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান।

Post a Comment

Previous Post Next Post