স্টাডী অাই কিউ এর পক্ষ থেকে অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাডী অাই কিউ এর পক্ষ থেকে  অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারের অন্যতম শিক্ষা সহযোগী প্রতিষ্ঠান স্টাডী অাই কিউ এর উদ্যোগে মিয়ানমারের নির্যাতীত রোহিঙ্গা মুসলমানদের জন্য দোয়া মাহফিল ও হিজরী নববর্ষ উপলক্ষ্যে অায়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মোঃ হাসানুল বান্না, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাফিজুর রহমান, জনাব নাজমুল ইসলাম, মুজাম্মিল হক মারুফ, জিবানুর রহমান, রায়হানুল ইসলাম প্রমূখ। এতে প্রতিষ্ঠানের অর্ধশতাধিক ছাত্র উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সকল মুসলিম সম্প্রদায়কে অারবী নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে "স্টাডী অাই কিউ " এর চেয়ারম্যান মোঃ হাসানুল বান্না বলেন অাগামীতে উপজেলার অসহায় গরীব দুঃস্থ পথ শিশু ও কর্মজীবি শিশুদের জন্য ছুটির দিনে লেখা-পড়ার ব্যাবস্থা করার উদ্যেগ নেওয়া হবে। যাতে করে এ সকল শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষার অালোয় অালোকিত করা যায়। সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।

Post a Comment

Previous Post Next Post