স্পোর্টস ডেস্কঃ কুলাউড়া ক্রিকেটাঙ্গনের প্রিয় মুখ গাজীপুর ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আহমদের ইন্তেকাল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুরের আত্তর আলীর বড় ছেলে। সাউথ সিলেট টেলিকম (গ্রামীণফোন)এর সেলস এক্সিকিউটিব হিসেবে কর্মরত ছিলেন।
সোহেল গত মঙ্গলবার সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের সময় গাজীপুর খেলার মাঠে জানাযা নামায অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। তিনি স্ত্রী, একমাত্র সন্তান সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। তিনি স্ত্রী, একমাত্র সন্তান সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান।