কুলাউড়ায় বিআরডিবির নির্বাচন সম্পন্ন

ফজলু চেয়ারম্যান ও তাজুল ভাইস চেয়ারম্যান
 
কুলাউড়ায় বিআরডিবির নির্বাচন সম্পন্ন
কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবির) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে ৬২ ভোট পেয়ে ফজলুল হক ফজলু ও সাংবাদিক মোঃ তাজুল ইসলাম ৬৩টি ভোট পেয়ে নতুন ভাইস চেয়ারম্যান  নির্বাচিত হয়েছেন।

(২৫ সেপ্টেম্বর) সোমবার উপজেলা বিআরডিবি ভবনে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

বিআরডিবি সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪১ ভোট সাইফুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সমস উদ্দিন ৪০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ১০৩ জন ভোটারের মধ্যে শতভাগ ভোটার তাদের ভাটাধিকার প্রয়োগ করেন।

কুলাউড়া উপজেলা বিআরডিবির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল আলম ফলাফল নিশ্চিত করেন।

উল্লেখ্য, ৩ বছরের জন্য নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে সমবায়ে সুবিধাভোগীদের কল্যাণে কার্য পরিচালনা করবে।

Post a Comment

Previous Post Next Post