কুলাউড়া ‘মাইনক্যার চিপা’য় এক ঘন্টা !

কুলাউড়ায় ‘মাইনকার চিপা’ এক ঘন্টা
মঞ্চ নাটক ‘মাইনকার চিপা’র একটি দৃশ্যে জাহান ও মাইশা

নিজস্ব প্রতিনিধিঃ কুলাউড়ার নাট্যাঙ্গনের অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে প‌রি‌বেশবাদী সংগঠন শেড অব ন্যাচারের উদ্যোগে কুলাউড়া জন‌মিলন কে‌ন্দ্রে মঞ্চস্থ হলো নাটক ‘মাইনকার চিপা’। প্রায় ঘন্টাব্যাপী উপস্থিত দর্শকরা হারিয়ে গিয়েছিলো সেই অতীত ঐতিহ্যে।
 
২৩ সেপ্টেম্বর শ‌নিবার সকাল সা‌ড়ে ১১ টায় এ নাটক মঞ্চস্থ হয়।

এক সময়ে বহুল জনপ্রিয় ছিলো কুলাউড়ার নাট্যাঙ্গন। প্রায় প্রতি মাসেই বিভিন্ন সংঘঠনের ব্যানারে মাঞ্চায়িত হত সমসাময়িক ঘটনা ও অতীত ঐতিহ্যকে নিয়ে পরিবেশিত হতো মঞ্চ নাটক। কালের প্ররিবর্তনে গেলো তিন চার বৎসর থেকে কুলাউড়ায় আর নাটক মঞ্চায়িত হচ্ছে না। দীর্ঘদিন পরে হলেও
প‌রি‌বেশবাদী সংগঠন শেড অব ন্যাচারের আয়োজনে মাঞ্চায়িত হলো নাটক ‘মাইনকার চিপা’। 
 
সিরাজুল আলম জু‌বে‌লের রচনা ও নি‌র্দেশনায় ও মোহাই‌মিনুল ইসলাম মা‌হি‌নের সহ‌যোগী নি‌র্দেশনায় নাটকে অ‌ভিনয় ক‌রেন আ‌মিন জাহান, মাইশা আলতাফ, ফয়সাল আহ‌মেদ মিন্টু, শা‌কিল আহমদ, সিরাজুল আলম জু‌বেল, খায়রুল ক‌বির জাফর, আ‌শিকুল ইসলাম বাবু, সং‌গিতা ঘোষ, ইমদাদুল হক মিলন, মাহবুব হো‌সেন চৌধুরী, আব্দুল অদুদ চৌধুরী, আরাফাত হো‌সেন স‌জিব, ফা‌হিমা জান্নাত ই‌তি। নাট‌কের বি‌ভিন্ন সিক্যু‌য়ে‌ন্সে জা‌রিগান প‌রি‌বেশন ক‌রে‌ছে স‌জিব, তা‌নিয়া, মিম, হৃ‌দি, রিয়া।

কুলাউড়ার বি‌ভিন্ন সামা‌জিক, সাংস্কৃ‌তিক, রাজ‌নৈ‌তিক, সাংবা‌দিক ব্য‌ক্তিসহ প্রায় অর্ধ সহস্রা‌ধিক দর্শক এ নাটক উপ‌ভোগ ক‌রেন।


নাটক শেষ হওয়ার পরে ব্যান্ড সংকল্প কয়েকটি গান পরিবেশন করে।

Post a Comment

Previous Post Next Post