![]() |
| ইরমার তাণ্ডবে ফ্লোরিডায় নিহত বেড়ে ৫০ |
অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে হারিকেন ইরমার তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানায়।
এর আগে, সরকারিভাবে মৃতের সংখ্যা ৩৪ বলে উল্লেখ করেছিল ফ্লোরিডা জরুরি ব্যবস্থাপনা বিভাগ। তবে ইরমার আঘাতে কিসের আটজন এবং উত্তর মিয়ামির হলিউডে একটি নার্সিং হোমে আরও যে আটজনের মৃত্যু হয়েছে, তা ওই সরকারি হিসাবের সাথে যোগ করা হয়নি।
এ ব্যাপারে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) জানায়, হারিকেন ইরমার আঘাতে কিসের এক চতুর্থাংশ ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে।
গত সপ্তাহে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী এ হারিকেনটি ফ্লোরিডা অঙ্গরাজ্যে আছড়ে পড়ে।
এর আগে, সরকারিভাবে মৃতের সংখ্যা ৩৪ বলে উল্লেখ করেছিল ফ্লোরিডা জরুরি ব্যবস্থাপনা বিভাগ। তবে ইরমার আঘাতে কিসের আটজন এবং উত্তর মিয়ামির হলিউডে একটি নার্সিং হোমে আরও যে আটজনের মৃত্যু হয়েছে, তা ওই সরকারি হিসাবের সাথে যোগ করা হয়নি।
এ ব্যাপারে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) জানায়, হারিকেন ইরমার আঘাতে কিসের এক চতুর্থাংশ ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে।
গত সপ্তাহে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী এ হারিকেনটি ফ্লোরিডা অঙ্গরাজ্যে আছড়ে পড়ে।
