মিনিটে ৩০০ ফোন বিক্রি করে শাওমির রেকর্ড

মিনিটে ৩০০ ফোন বিক্রি করে শাওমির রেকর্ড


অনলাইন ডেস্কঃ প্রতি মিনিটে ৩০০ ফোন বিক্রি করে রেকর্ড গড়েছে চাইনিজ কোম্পানী শাওমি।  ভারতের বাজারে সম্প্রতি কোম্পানীটির মোবাইল ফোন বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে।
৪৮ ঘণ্টায় ১০ লাখের (১ মিলিয়ন) বেশি স্মার্টফোন বিক্রি করেছে বলে গত ২২ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

মূলত দুর্গা পূজা উপলক্ষ্যে ভারতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আর এই সময়েই শাওমি দুই দিনে ১০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে। তবে কোন দুদিনে এই সংখ্যক স্মার্টফোন বিক্রি হয়েছে তা প্রতিষ্ঠানটি জানায়নি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়, স্মার্টফোনগুলোর বেশিরভাগই অনলাইন ও ই-কমার্স সাইটগুলোর মাধ্যমে বিক্রি হয়েছে। গত বছর এ মৌসুমে প্রতিষ্ঠানটির ১০ লাখ ফোন বিক্রি করতে ১৮ দিন সময় লাগে। সেখানে এ বছর ৪৮ ঘণ্টাতেই সমসংখ্যক ফোন বিক্রি করতে পেরেছে প্রতিষ্ঠানটি।

Post a Comment

Previous Post Next Post