চট্টগ্রাম টেস্টের ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার তোলে দিলেন শফিউল আলম চৌধুরী নাদেল

বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রানে নিয়েছিলেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬টি নিলেন ৬০ রানে। ম্যাচে ১৫৪ রানে ১৩ উইকেট ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হন অস্ট্রেলিয়ার ন্যাথান লায়ন। মূলত তার অসাধারণ বোলিংএ ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড এটিই। মিরপুরে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট। অল্পের জন্য ১০ উইকেট হয়নি। তবে তার মধ্যেও ছিল একটি মাইলফলক। রিচি বেনোর ২৪৮ উইকেট ছাড়িয়ে হয়ে যান অস্ট্রেলিয়ার দ্বিতীয় সফলতম টেস্ট স্পিনার। ছাড়িয়ে যান আড়াইশ উইকেট।

এদিকে চট্টগ্রাম টেস্টে রেকর্ডবুকে নাম লেখানো লায়নের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মেডিক্যাল বোর্ডের চেয়ারম্যান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

এসময় উপস্থিত ছিলেন- বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, গ্রাউন্টস কমিটির চেয়ারম্যান হানিফ ভূইয়া, ওমেন্স উইংয়ের চেয়ারম্যান এমএ আউয়াল চৌধুরী প্রমুখ।

এছাড়া অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দলের অধিনায়কের হাতে যৌথট্রপি তুলে দেন ক্রীড়ামন্ত্রী বিরেন শিকদার। এসময় ক্রীড়া সচিব ও স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post