কুলাউড়ার নবাগত সহকারী কমিশনার (ভূমি) সাদিউর রহিম জাদিদ

কুলাউড়ার নবাগত সহকারী কমিশনার (ভূমি) সাদিউর রহিম জাদিদ
মোঃ সাদিউর রহিম জাদিদ
নিজস্ব সংবাদদাতাঃ কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ সাদিউর রহিম জাদিদ। তিনি বুধবার (২৭ সেপ্টেম্বর) নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।

জানা যায়, সাদিউর রহিম সিলেট ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা জীবন শুরু করেন, পরবর্তীতে এমসি কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী গ্রহন করে ৩৩ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ন হয়ে বিভিন্ন বিভাগীয় কমিশনার অফিসে সহকারী কমিশনার পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে  প্রথম কর্মস্থল কুলাউড়া উপজেলায় যোগদান করেন।

এক প্রতিক্রিয়ায় নবাগত এসিল্যান্ড মোঃ সাদিউর রহিম জাদিদ জানান, সরকারী দায়িত্ব পালনে কুলাউড়া উপজেলার সকল শ্রেনী পেশার নেতৃবৃন্দের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি উপজেলা ভূমি অফিসকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা ভূমি অফিস হিসেবে দাঁড় করাতে চান। 

উল্লেখ্য মোঃ তানভীর হাসান রোমান ব্যাক্তিগত কারনে নিজ ইচ্ছায় বদলি হয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলায় যোগদান করলে তার স্থলাভিষিক্ত হয়েছেন মোঃ সাদিউর রহিম জাদিদ।

Post a Comment

Previous Post Next Post