স্বাগত কিশোরের ওপর হামলায় কুলাউড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

স্বাগত কিশোরের ওপর হামলায় কুলাউড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল
স্বাগত কিশোরের ওপর হামলায় কুলাউড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল
কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী ও তার পরিবারের সদস্যদের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে কুলাউড়ায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

২৫ সেপ্টেম্বর বিকালে কুলাউড়া উপজেলা শাখা ও পৌর শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল  শহরের উত্তরবাজার এলাকা থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে মিলিপ্লাজার সামনে শেষ হয়।

তাৎক্ষণিক পথসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার আলম বেলালের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত সবুজের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মনজুর আলম চৌধুরী খোকন, যুগ্ম আহবায়ক ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ, পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম ইমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুরমান আহমদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল আলম ভূইয়া খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান খালিক ও এইচ.ডি.রুবেল, কুলাউড়া কলেজ ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, কলেজ ছাত্রদল নেতা এমদাদুল হক মিলন, পৌর ছাত্রদল নেতা মৌসুম সরকার ও শামীম আহমদ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ভুকশিমইল ইউনিয়নের অন্যতম নেতা আব্দুর রহিম প্রমূখ।

 
উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর
(শুক্রবার) রাত ৮টার দিকে মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের বাসার ভেতর ঢুকে ১৫/২০জন সন্ত্রাসী কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী ও তার পরিবারের উপর এলোপাতারী হামলা চালায়। এসময় তাদের হামলায় স্বাগত দাস অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলে তিনি মারা গেছেন ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায় ও বাসার আসবাপত্র ভাংচুর করে। সন্ত্রাসীদের হামলায় আহত হন স্বাগত দাসের স্ত্রী জোনাকী দাস চৌধুরী, তার ছোট ভাইয়ের স্ত্রী তন্বীদাস চৌধুরী, চাচাত ভাই বাঁধন দাস চৌধুরী, চাচী রুমি দাস চৌধুরী। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর আহতদের আত্মচিৎকারে আশ পাশের লোকজন এসে স্বাগত কিশোর দাস আহতসহ অন্য ৪ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে স্বাগত কিশোরের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি বর্তমানে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

Post a Comment

Previous Post Next Post