আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে থাইল্যান্ড

আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে থাইল্যান্ড
আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে থাইল্যান্ড

অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে আবর্জনা থেকে দৈনিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুবন্নাপংসে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের বাসভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতে তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বিনিয়োগ এবং ব্যবসা-বাণিজ্য প্রসারের বিষয়ে আলোচনা করেন।

এ সময় মেয়র পাহাড়ের ক্ষয়রোধে পাহাড়ের ওপর বিশেষ ধরনের গাছের আচ্ছাদন দেওয়ার লক্ষ্যে থাইল্যান্ডের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন থাইল্যান্ড দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি মিস ক্যালথিরা, পিএইচপি ফ্যামেলির ভাইস চেয়ারম্যান মো. মহসিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম।

সিটি মেয়র বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তাছাড়া নগরবাসীকে শিক্ষার আলোতে আলোকিত করার লক্ষ্যে প্রায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে। বিশ্বমানের নগর গড়ার লক্ষ্যে  পরিবেশ উন্নয়ন ও সবুজায়ন কার্যক্রমকে চসিক প্রাধান্য দিচ্ছে।

Post a Comment

Previous Post Next Post