সিলেটে জুতার নিচে অারবিতে মোহাম্মদ লেখা দেখে প্রতিবাদ

সিলেটে জুতার নিছে অারবিতে মোহাম্মদ লেখা দেখে প্রতিবাদ



অনলাইন ডেস্কঃ সিলেটের জিন্দাবাজারে শনিবার রাত ৮টায় নিউ বেস্ট সুজ জুতার দোকানের সামনে রোডে টেবিলের মাঝে জুতা রেখে ডেকে ডেকে জুতা বিক্রয় করছেন এক দোকানদার, জুতা খরিদ করতে ক্রেতারা ভিড় ঝমান । ক্রেতারা জুতা চয়েজ করছেন তখন হঠাত করে এক ক্রেতা জুতার নিচে অারবিতে লেখা মোহাম্মদ লেখাটি দেখে তিনি সাথে সাথে প্রতিবাদ করলে তাহার প্রতিবাদে অন্যন্যা ক্রেতারাও প্রতিবাদ করেন।

মুহুর্তের মধ্যে দোকানে ভিড় ঝমান অাশ পাশের লোকজন।

সকলের প্রতিবাদের মুখে দোকানদার অার জুতা বিক্রয় করবেন না বলে তিনি সকলের কাছে ক্ষমা চান। সুত্রঃ দৈনিক সিলেটের পত্রিকা

Post a Comment

Previous Post Next Post